সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১৫
ঝালকাঠি প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে ১৫ যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট ) সকাল ১১টার দিকে উপজেলার নৈকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেন।
জানা যায়, শুক্রবার (২৩ আগস্ট) সকালে পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী বৈশাখী পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নৈকাঠি এলাকার জোমাদ্দার বাড়ির পুকুরে ডুবে যায়। এই ঘটনায় আহত কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন , খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই।কেউ গুরুতর আহত নেই। গাড়িটি উদ্ধার করার চেষ্টা চলছে।