জয়পুরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভার আয়োজনের মধ্যে দিয়ে শনিবার সকাল সাড়ে ১০ টায় উদযাপন করা হলো বিশ্ব শিক্ষক দিবস।
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের নেতৃত্বে শিক্ষকদের একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে জেলা কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।
এখানে প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মহীউদ্দীন জাহাঙ্গীর।
আলোচনায় অংশ গ্রহন করেন জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, জয়পুরহাট সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান, রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, খনজনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের র্যালীতে জেলার সকল সরকারি, বেসরকারি স্কুল- কলেজ, মাদ্রাসার শিক্ষক – শিক্ষিকা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকারা অংশগ্রহণ করেন।