সংবাদ শিরোনাম ::
জীবিত ছেলেকে মৃত দেখিয়ে জমি বিক্রি করলেন বাবা
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সিংগাইরে জীবিত সন্তানকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ উঠেছে । এ ঘটনার পর নিজেকে জীবিত প্রমাণ করতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন সিরাজ উদ্দিনের ছেলে সুবন বেপারী ওরফে নাহিদ হাসান।
ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সিরাজপুর গ্রামে ।
জানা গেছে, এক কন্যাসন্তান রেখে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন সিরাজ উদ্দিন। এরপর দ্বিতীয় স্ত্রী নাজমা বেগমের ঘরে জন্ম নেন সুবন বেপারীসহ দুই ছেলে।
এ বিষয়ে চান্দহুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত হোসেন বাদল বলেন, কেউ যদি তথ্য গোপন করে ওয়ারিশ সনদ নেয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সিংগাইর ইউএনও পলাশ কুমার বসু এ বিষয়ে বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।