কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননা
জিরো পয়েন্টে মানববন্ধন করবেন মুক্তিযোদ্ধারা
- সংবাদ প্রকাশের সময় : ১১:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাজশাহী জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের অবমাননার প্রতিবাদ জানাতে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধারদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। মানববন্ধনে সব মুক্তিযোদ্ধাদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এসএস মনির উদ্দিন ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান আলী।
এ সশয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু সরকার মুক্তিযোদ্ধাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কোটা ব্যবস্থা চালু করেছিলেন। কিন্তু আজ মুক্তিযোদ্ধা কোটাকে নিয়ে রাজনীতি শুরু হয়েছে। কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে।