জামিন মেলেনি, ইডি হেফাজতেই কেজরি
- সংবাদ প্রকাশের সময় : ১০:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
আবগারি দুর্নীতিতে জড়িত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেন না। তাকে ইডি হেফাজতেই থাকতে হব। আগামী ৩ এপ্রিল এ মামলার শুনানি হবে দিল্লি হাই কোর্টে। এর আগে গত বৃহস্পতিবার কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছিল। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা তো দূরের কথা হাজতে থেকেই সরকার চালানোর ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল। জেল থেকেই মন্ত্রীদের একের পর এক বার্তা দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল’র গ্রেপ্তারির প্রতিবাদে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিলেন তিনি। তাকে গ্রেপ্তারে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী। বুধবার (২৭ মার্চ) শুনানির পর এ মামলায় ইডির জবাব তলব করেছে দিল্লি হাই কোর্ট।
জবাব দিতে ৭ দিন সময় দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আগামী ৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। ততোদিন ইডি হেফাজতেই থাকবেন আপ সুপ্রিমো।
উল্লেখ্য, আবগারি দুর্নীতিতে দিল্লির মুখ্যমন্ত্রী জড়িত অরবিন্দ কেজরিওয়াল’র গ্রেপ্তারের তীব্র নিন্দা করে সরব স্ত্রী সুনীতা। সাংবাদ সম্মেলনে তিনি বলেন, আবগারি দুর্নীতি মামলায় গত দুই বছরে ২৫০-এর বেশি তল্লাশি অভিযান চলেছে। তথাকথিত দুর্নীতির বেআইনি টাকার খোঁজ চালাচ্ছে ইডি।