সংবাদ শিরোনাম ::
জামিন পেলেন সাংবাদিক রানা
শেরপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
শেরপুরে তথ্য চেয়ে কারাদণ্ড দেওয়া সাংবাদিক শফিউজ্জামান রানার জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ মার্চ) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিসেস জেবুন নাহার জামিনের আদেশ দেন।
এর আগে, সোমবার (১১ মার্চ) রাতে সাজা প্রদানের সহিমুহুরি নকল পাওয়ার পর মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করেন রানার আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার ও অ্যাডভোকেট আব্দুর রহিম বাদল। পরে বিকেলে শুনানি শেষে রানার জামিন মঞ্জুর করেন আদালত।
৬ মার্চ শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে সাংবাদিক শফিউজ্জামান রানা আবেদন করেন। তিনি ওই আবেদনের রিসিভড কপি চাওয়ায় ক্ষিপ্ত হন ওই ইউএনও। এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে ছয় মাসের জেল দেওয়া হয়।