ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। বুধবার (১৯ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: আবুবকর ছিদ্দিক এই আদেশ দেন।

মামলার রায়ের সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের পিলখানা এলাকায় মো: দেলোয়ার হোসেন দিলদারের বাসা ভাড়া নিয়ে শামছুল হক নামে এক মাদক কারবারী মাদক ব্যবসা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২০১৫ সালের ১৮ ডিসেম্বর অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শামছুল হককে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয় এবং আব্দুল হালিম নামে আরেক জন পালিয়ে যায়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৫ জন সাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হয়। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আসামী শামছুল হকের উপস্থিতিতে বিচারক মো: আবুবকর ছিদ্দিক যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন। আসামী শামছুল হক পৌর শহরের পাথালিয়া এলাকার সালাউদ্দিনের ছেলে।

এছাড়াও অপর আসামী শেরপুরের সদর উপজেলার কুলুরচর বেপারীপাড়া গ্রামের চান মাহমুদের ছেলে আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ. কে. এম. নাজমুল হুদা এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো: মনিরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

জামালপুরে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। বুধবার (১৯ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: আবুবকর ছিদ্দিক এই আদেশ দেন।

মামলার রায়ের সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের পিলখানা এলাকায় মো: দেলোয়ার হোসেন দিলদারের বাসা ভাড়া নিয়ে শামছুল হক নামে এক মাদক কারবারী মাদক ব্যবসা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২০১৫ সালের ১৮ ডিসেম্বর অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শামছুল হককে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয় এবং আব্দুল হালিম নামে আরেক জন পালিয়ে যায়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৫ জন সাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হয়। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আসামী শামছুল হকের উপস্থিতিতে বিচারক মো: আবুবকর ছিদ্দিক যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন। আসামী শামছুল হক পৌর শহরের পাথালিয়া এলাকার সালাউদ্দিনের ছেলে।

এছাড়াও অপর আসামী শেরপুরের সদর উপজেলার কুলুরচর বেপারীপাড়া গ্রামের চান মাহমুদের ছেলে আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ. কে. এম. নাজমুল হুদা এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো: মনিরুজ্জামান।