সংবাদ শিরোনাম ::
‘জাতীয় পার্টি কার চাপে নির্বাচনে অংশ নিয়েছে তা পরিস্কার করতে হবে’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কোনো চাপ অনুভব করেনি, জাতীয় পার্টি কার চাপে নির্বাচনে অংশ নিয়েছে বিষয়টি তাদেরই পরিস্কার করতে হবে।
রোববার (২৮ এপ্রিল) সকালে বনানী কবরস্থানে শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, একসময় বোঝা ভাবলেও, বর্তমানে পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখে লজ্জা পায়। তবে এরপরও বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না।
ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিন্ন করতেই ১৫ই আগস্ট নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। ৪২ শতাংশ ভোট পড়ার মাধ্যমে জাতীয় নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।