জয়পুরহাটে ২৪ ঘন্টায় তিনজনকে সাপের দংশন, হাসপাতালে ভর্তি
- সংবাদ প্রকাশের সময় : ১২:০০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
জয়পুরহাটে ২৪ ঘন্টায় সাপুড়েসহ তিনজন সাপেড় দংশনে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট পৌরসভার কর্মচারী ও পৌর শহরের মন্ডলপাড়া মহল্লার মৃত আব্দুল করিমের ছেলে সেহেল রানা ওরফে শিমু (৪৫) সাপের দংশনে আক্রান্ত হয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
একই দিন সকাল ৭টার দিকে পাঁচবিবি উপজেলার পম্চিম বালিঘাটা গ্রামের মৃত কোরবান আলী প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম (৫৪) বাড়ির বাইরে সাপের কামড়ে আক্রান্ত হয়। তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
অন্যদিকে রোববার (৭ জুলাই) সন্ধ্যায় কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন (৩৫) মাত্রাই বাজারে আরেক সাপুরে আব্দুল খালেকের ব্যাগ থেকে সাপ বের করে নেয়ার সময় সাপেড় দংশনে আক্রান্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
এ বিষয়ে জয়পুরহাট ২০৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ হোসেন বলেন, গত ২৪ ঘন্টায় তিনজন রোগী সাপের দংশনপ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে সোহেল রানা নামে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।