জয়পুরহাটে যোগদানের তিন মাসেই দুই থানার ওসি সহ ৭ পরিদর্শকের বদলি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
যোগদানের মাত্র ৩ মাস ১২ দিনের মাথায় জয়পুরহাটের দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।
রোববার ১২ জানুয়ারি পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়। একই আদেশে আরও পাঁচজন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। বদলির আদেশের কথা ওইদিন রাতে জানাজানি হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সুপার কার্যালয়ের অফিস আদেশে বদলি হওয়া পুলিশ পরিদর্শকেরা হলেন- চকবরকত পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুলতান মাহমুদ, ক্রাইম শাখার পরিদর্শক মো. আনিছুর রহমান, সদর সার্কেলের পরিদর্শক মো. আরিফুল ইসলাম, কালাই থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান সরকার, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ও জয়পুরহাট থানার পরিদর্শক (অপারেশন) এসএম কামাল হোসাইন।
এই সাত পরিদর্শকের মধ্যে সুলতান মাহমুদকে জয়পুরহাট সদর সার্কেলের পরির্দশক, আনিছুর রহমানকে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আরিফুল ইসলামকে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাহবুবুর রহমান সরকারকে ক্রাইম শাখার পরিদর্শক, মইনুল ইসলামকে জয়পুরহাট আদালতের পরিদর্শক-২, মশিউর রহমানকে চকবরকত ফাঁড়ির ইনচার্জ ও এসএম কামাল হোসাইনকে কালাই থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়।
এর মধ্যে গত বছরের ১ অক্টোবর আক্কেলপুর থানার ওসি মইনুল ইসলাম ও ক্ষেতলাল থানার ওসি মশিউর রহমান যোগদান করেন। তারা দুজন মাত্র ৩ মাস ১২ ওসির দায়িত্ব পালন করলেন।
জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক (ডিআইও-১) রুহানী এই আদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, বদলির কারণ বলতে পারব না। এটি কর্মকর্তারা বলতে পারবেন।
এ ব্যাপারে জানতে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাবের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। এমনকি ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।