জয়পুরহাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
জয়পুরহাট সরকারি কলেজ মাঠে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জয়পুরহাট সরকারি কলেজের ১৬ টি বিভাগের মধ্যে জয়পুরহাট সরকারি কলেজ আন্ত: ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান , সদস্য সচিব মাহবুব মোরশেদুল আলম লেবু শরীরচর্চা শিক্ষক জয়পুরহাট সরকারি কলেজ , টুর্নামেন্ট কমিটির সদস্য সহকারী অধ্যাপক আ: জলিল, সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মন্ডল , সরকারী অধ্যাপক আনিসুর রহমান ও জয়পুরহাট সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ।
আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজকে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে ৪ টি বিভাগের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ৫ গোল বনাম প্রাণিবিদ্যা ৩ গোল বিভাগ, বাংলা বিভাগ ১গোল বনাম অর্থনীতি বিভাগ ২ গোল করে। আজকের এ দুটি খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিভাগ জয়লাভ করে।