‘জনগণের স্বার্থে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আসবে’
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
পরাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে ও জনগণের স্বার্থে ভারতের উপর দিয়ে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আসবে। প্রধানমন্ত্রী ভারত সফর থেকে ফিরে আসার পর বিএনপি নানা বক্তব্যে রাখছে। তারা সমঝোতা স্বারক ও চুক্তি মানে বোঝে না।
তিনি বলেন, বিএনপি-জামাতসহ অপশক্তি নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছিলো। কিন্তু তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন পর্যন্ত ৮২টি দেশ ও ৩২ আন্তর্জাতিক অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (জুলাই) নীলফামারীর সৈয়দপুর শহরের ড্রিম প্লাস হোটেল এ্যান্ড রিসোর্টে আয়োজিত আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের প্রাণ তৃণমুলের নেতাকর্মীরা। এ কারণে দল পাঁচবার ক্ষমতায়। তাই দলের নেতাকর্মীদের উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করতে আজকের এই বিভাগীয় বর্ধিত সভার আযোজন করা হয়।দলের ভেতর দ্বিধা-দ্বদ্ব ভুলে গিয়ে দলকে এগিয়ে নেয়ার আহব্বান জানান তিনি।
রংপুর বিভাগীয় বর্ধিত সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাদক্ষ এইচ এম আশিকুর রহমান, রংপুর বিভাগূয় সাংহঠনিক সম্পাদক সুজিত রায়,নন্দী,আওয়াশীলীগের কেন্ত্রীয় কমিটির সদস্য এ্যাড; হোসনে আরা লুৎফা ও এ্যাড;সফুরা বেগম।