ছড়া থেকে খাসিয়া ব্যক্তির মরদেহ উদ্বার
- সংবাদ প্রকাশের সময় : ০১:০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে পল মারলিয়া (৫০) নামে মধ্যবয়স্ক এক খাসিয়া ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) দুপুর একটা দিকে আদমপুর ইউনিয়নের কলেঞ্জি খাসিয়া পুঞ্জির পার্শ্ববর্তী ছড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়,শুক্রবার (১১অক্টোবর)সকাল থেকে ভারী বর্ষণ কারণে কালেঞ্জী পুঞ্জি নিকটবর্তী ছড়াটি পাহাড়ি পানি বেড়ে যায়। দুপুরে কাজ থেকে ফিরে ছড়াটি পারাপার সময় পল মারলিয়া পাহাড়ি পানির তীব্র স্রোতে সে ভেসে গিয়েছিল।এলাকাবাসী সারা রাত খোঁজাখুঁজি পরেও তাকে খুজে পাওয়া যায়নি।
শনিবার দুপুর দিকে পুঞ্জি থেকে কিছু দূরের ওই ছড়ায় তার মরদেহ ভেসে উঠলো এবং স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ও পুলিশকে অবগত করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
কমলগঞ্জ থানার উপপরির্শক (এসআই) জিয়াউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।