ছাদ ফুটো করে আসামির পলায়ন: ৩ কারারক্ষী বরখাস্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রধান কারারক্ষীসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অপর দুই কারারক্ষীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সাথে কারা অধিদপ্তর থেকে ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
সাময়িক বরখাস্ত ৩ কারারক্ষী হলো- কারাগারের প্রধান কারারক্ষী দুলাল হোসেন, কারারক্ষী আব্দুল মতিন ও কারারক্ষী আরিফুল ইসলাম। কারারক্ষী ফরিদুল ইসলাম ও হোসেনুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুন) রাতে বগুড়া জেলা কারাগারের জাফলং নামের কনডেম সেলের দুই নম্বর ওয়ার্ডের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি পালিয়ে যান। বন্দি পালানোর এক ঘণ্টার মধ্যেই শহরের চেলোপাড়া চাষী বাজার থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।