ছাত্র আন্দোলনে নিহত আহনাফের বাড়িতে টাঙ্গাইলের ডিসি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শহীদ আহনাফ আবীর আশরাফুল্লাহ’র পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামে শহীদ আহনাফ আবীর আশরাফুল্লাহ’র বাড়িতে যান।
এ সময় তিনি শহীদ আহনাফ আবীর আশরাফুল্লাহ’র মা, তিন বোন ও অন্যান্য সদস্যদের সান্তনা দেন এবং পরিবারের নিরাপত্তা দেয়াসহ সার্বক্ষনিক পাশে থাকার আশ্বাস দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভীন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।