সংবাদ শিরোনাম ::
চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৯ আগষ্ট) দুপুর ১২টায় দিকে প্রসূতি রোকসানা বেগমের মৃত্যু হয়। ওইদিন ভোর ৬টায় রোগীকে সিজারিয়ান অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসূতি রোকসানা উপজেলার মোশারফগঞ্জ গ্রামের কৃষক রাসেল মিয়ার স্ত্রী। স্বজনদের অভিযোগ রোগী ভর্তির ছয়ঘন্টা পেরিয়ে গেলেও কোন চিকিৎসক সেবা দিতে আসেনি, চিকিৎসকের অবহেলায় মৃত্য হয়েছে প্রসূতি রোকসানা বেগমের।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.এএএম আবু তাহের মুঠো ফোনে জানান, রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।