চার জেলায় ১১ ঘন্টা কারফিউ শিথিল
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
ঢাকাসহ চার জেলায় তিনদিন অর্থাৎ রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত ১১ ঘন্টা কারফিউ শিথিল থাকবে।
শনিবার (২৭ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে আগামী তিনদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ ১১ ঘন্টা কারফিউ শিথিল থাকবে।
ফলে ঘোষণা অনুযায়ী, রোববার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত কারফিউ শিথিলের একই সময় কার্যকর থাকবে। একই সাথে এই তিনদিন বিকেল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,ঢাকা জেলা, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর জেলায় পরিস্থিতির উন্নতি হওয়ায় রোববার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। দেশের অন্য জেলাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, সরকিার চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার কারণে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার।