সংবাদ শিরোনাম ::
চার কোটি ৯৫ লাখ টাকার আইসসহ ইজিবাইক চালক আটক
কক্সবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে চার কোটি ৯৫ লাখ টাকার আইসসহ এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি। শনিবার (১৫ জুন) এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রবিবার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
বিজিবি জানায়, শনিবার (১৫ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টের দক্ষিণ দিকে ধুরুমখালী ব্রীজের উপর একটি ইজিবাইক থামানো হয়। এ সময় ইজিবাইকটি তল্লাশী করে চালকের সিটের নীচে বিশেষভাবে লুকানো অবস্থায় চার কোটি ৯৫ লাখ টাকার ৯৯০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। আটক করা হয় ইজিবাইকের চালক মে. রাসেলকে। তিনি উখিয়া বালুখালী ময়নার ঘোনা এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে।