চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
‘স্মার্ট বাংলাদেশ গড়ি-ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ প্রতিপাদ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মশিউল করিম বাবু, বাজার মনিটরিং কমিটির প্রতিনিধি শহীদুল ইসলাম, ক্যাবের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিম, গণমাধ্যম প্রতিনিধি আজিজুর রহমান শিশির, স্যানিটারি পরিদর্শক কোবাদ আলীসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন, মাংস ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, রেস্তোরাঁ মালিক সমিতি, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ এবং জেলায় কর্মরত সাংবাদিকগণ।