ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদেই হবে মানুষের ‘নতুন বাড়ি’!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে ঘিরে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। নিয়মিত অভিযানের মাধ্যমে নীল রঙের গ্রহটির ‘প্রতিবেশী’কে আরো খুঁটিয়ে চেনাই লক্ষ্য গবেষকদের। এবার ইটালির একদল বিজ্ঞানী দাবি করেন, তারা চাঁদের মাটিতে খুঁজে পেয়েছেন গুহা!

জানা গেছে, গুহার অবস্থান চাঁদের ‘শান্তসাগরে’র কাছে। ১৯৬৯ সালে যেখানে নিল আর্মস্ট্রংদের নিয়ে অ্যাপলো ১১ নেমেছিল সেখান থেকে ২৫০ মাইল দূরে অবস্থিত এই গুহা। সুদূর অতীতে লাভা উদ্গীরণের ফলে সৃষ্টি হয়েছিল সেটি-এমনটাই মনে করা হচ্ছে। সেটি ১৩০ ফুট চওড়া ও তার দৈর্ঘ্য সম্ভবত ১০ গজের চেয়েও বেশি।

ইটালির ট্রেন্টো বিশ্ববিদ্যালয়ের যে গবেষক দল ওই গুহা খুঁজে পেয়েছে তাদের প্রতিনিধি লিওনার্দো কেরিয়ার ও লোরেঞ্জো ব্রুজন জানান, চাঁদের গুহা ৫০ বছরের বেশি সময় ধরে রহস্য হয়ে রয়েছে। তাই সেটা খুঁজে পেয়ে আমরা যারপরনাই বিস্মিত। সেই সাথে তাদের দাবি, ওই একটি গুহাই নয়, আরো অসংখ্য গুহা রয়েছে। এমনকী, চাঁদের দক্ষিণ মেরুতে ওই ধরনের গুহার অস্তিত্ব সম্পর্কে তাঁরা নিশ্চিত। NASA-এর Lunar Reconnaissance Orbiter-এর মাধ্যমে রাডারের পরিমাপ বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা।

আগামীদিনে চাঁদে মানুষ পাঠানো ও সেখানে কলোনি স্থাপনের স্বপ্ন রয়েছে নাসার। প্রাথমিকভাবে এ ধরনের গুহা নভোচরদের আশ্রয়স্থল হতে পারে। এখানে থাকলে তারা মহাজাগতিক রশ্মি, সৌর তেজস্ক্রিয়তা ও ছোটখাটো উল্কার আঘাত থেকে বাঁচতে পারবেন।

ভবিষ্যতে মানুষের বসবাসের সম্পূর্ণ অযোগ্য হলে তখন চাঁদই (Moon) হতে পারে মানুষের ‘নতুন বাড়ি’। তাই এ উপগ্রহটিকে ভালো করে চিনে নিতে নিয়মিত পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। এবার তাদের চোখে ধরা পড়ল এই গুহা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদেই হবে মানুষের ‘নতুন বাড়ি’!

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে ঘিরে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। নিয়মিত অভিযানের মাধ্যমে নীল রঙের গ্রহটির ‘প্রতিবেশী’কে আরো খুঁটিয়ে চেনাই লক্ষ্য গবেষকদের। এবার ইটালির একদল বিজ্ঞানী দাবি করেন, তারা চাঁদের মাটিতে খুঁজে পেয়েছেন গুহা!

জানা গেছে, গুহার অবস্থান চাঁদের ‘শান্তসাগরে’র কাছে। ১৯৬৯ সালে যেখানে নিল আর্মস্ট্রংদের নিয়ে অ্যাপলো ১১ নেমেছিল সেখান থেকে ২৫০ মাইল দূরে অবস্থিত এই গুহা। সুদূর অতীতে লাভা উদ্গীরণের ফলে সৃষ্টি হয়েছিল সেটি-এমনটাই মনে করা হচ্ছে। সেটি ১৩০ ফুট চওড়া ও তার দৈর্ঘ্য সম্ভবত ১০ গজের চেয়েও বেশি।

ইটালির ট্রেন্টো বিশ্ববিদ্যালয়ের যে গবেষক দল ওই গুহা খুঁজে পেয়েছে তাদের প্রতিনিধি লিওনার্দো কেরিয়ার ও লোরেঞ্জো ব্রুজন জানান, চাঁদের গুহা ৫০ বছরের বেশি সময় ধরে রহস্য হয়ে রয়েছে। তাই সেটা খুঁজে পেয়ে আমরা যারপরনাই বিস্মিত। সেই সাথে তাদের দাবি, ওই একটি গুহাই নয়, আরো অসংখ্য গুহা রয়েছে। এমনকী, চাঁদের দক্ষিণ মেরুতে ওই ধরনের গুহার অস্তিত্ব সম্পর্কে তাঁরা নিশ্চিত। NASA-এর Lunar Reconnaissance Orbiter-এর মাধ্যমে রাডারের পরিমাপ বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা।

আগামীদিনে চাঁদে মানুষ পাঠানো ও সেখানে কলোনি স্থাপনের স্বপ্ন রয়েছে নাসার। প্রাথমিকভাবে এ ধরনের গুহা নভোচরদের আশ্রয়স্থল হতে পারে। এখানে থাকলে তারা মহাজাগতিক রশ্মি, সৌর তেজস্ক্রিয়তা ও ছোটখাটো উল্কার আঘাত থেকে বাঁচতে পারবেন।

ভবিষ্যতে মানুষের বসবাসের সম্পূর্ণ অযোগ্য হলে তখন চাঁদই (Moon) হতে পারে মানুষের ‘নতুন বাড়ি’। তাই এ উপগ্রহটিকে ভালো করে চিনে নিতে নিয়মিত পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। এবার তাদের চোখে ধরা পড়ল এই গুহা।