চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
সিরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে চাঁদপুরও সংঘাতময় পরিস্থিতি ছিলো। এ কারণে চাঁদপুর থেকে লঞ্চ, বাস,ট্রেনসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর পর কারফিউ চলায় উন্নতি হতে থাকে পরিস্থিতির।
কয়েকদিন বন্ধ থাকার পর চাঁদপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সীমিত আকারে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বুধবার (২৪ জুলাই) চলমান কারফিউর শিথিল থাকার সময় দিনের বেলায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি এবং না’গঞ্জ রুটের একটি লঞ্চ ছেড়ে গেছে ।
এরমধ্যে দুপুর পৌনে ১২টায় এমভি বোগদাদিয়া-১৩ ও দুপুর দেড়টায় এমভি আব-এ জম জম-৭ চাঁদপুর ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে যায়। এছাড়া দুপুর ১টায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি হাসেম আলী। এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুর লঞ্চঘাট টিআই মোঃ শাহআলম।
জানা যায়, জেলা প্রশাসন, জেলা পুলিশ,নৌ পুলিশ ও নদী বন্দর কর্তৃপক্ষের সমন্বিত সিদ্ধান্তে নিরাপত্তার মধ্যে পাঁচদিন বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু হয়।
এদিকে, চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেলেও সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো লঞ্চ সদরঘাট থেকে চাঁদপুরে আসেনি।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, কারফিউয়ের শিথিল সময়ে লঞ্চ চলাচল করছে। যাত্রীদের সার্বিক নিরাপত্তায় নৌ পুলিশ লঞ্চঘাটে নজরদারি করছে।