চলতি মাসেই ভারি বৃষ্টি ও বন্যার শঙ্কা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
সারা দেশে জুন মাসে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কিছু জায়গায় হতে পারে স্বল্পমেয়াদি বন্যা। এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (২ জুন) জুন মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান।
আরও পড়ুন : এমপি আনার হত্যা/ মামলার তদন্ত কর্মকর্তা এডিসি শহিদুরকে বদলি
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় জুন মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। মাসের প্রথম সপ্তাহের প্রথমার্ধে সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করতে পারে। সেই সাথে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
এছাড়া জুন মাসে দেশের কোথাও এক থেকে দুটি মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবেঅ
জুন মাসে ৪ থেকে ৬ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে। জানিয়েছে আবহাওয়া অফিস। মে মাসজুড়ে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। স্বাভাবিক বৃষ্টিপাতের হার ছিলো ২৮৪ মিলিমিটার। এসময় সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় ৭৪১ মিলিমিটার সিলেটে। এরপর বরিশালে ৩৮৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। স্বাভাবিকের চেয়ে রাজশাহী ও রংপুর বিভাগে কম বৃষ্টি হয়েছে।