গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একে একে চলে গেলেন ১৬ জন
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মত্যু হয়েছে। তার নাম-ঘটনায় লালন (২৪)। এ নিয়ে এ ঘটনায় ১৬ জন মারা গেছেন। শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা ইউনিটে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত লালনের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার চরগিরিস গ্রামে। তিনি কালিয়াকৈর স্ত্রী সাবিনা খাতুন ও শিশু মেয়েকে নিয়ে থাকতেন। তিনি একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন। বিস্ফোরণের ঘটনায় লালনের নানি শাশুড়ি কমলা খাতুনও মারা গেছেন।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম এর সত্রতা নিশ্চিত করে বলেন, লালনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শনিবার রাতে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৫ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে। এর মধ্যে এ পর্যন্ত ১৬ জনের মারা গেছেন।