গৌরনদীতে রাতের আধাঁরে চলাচলের রাস্তা কাটার অভিযোগ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
প্রতিবেশির চলাচলে বিঘ্ন ঘটাতে রাতের আধাঁরে চলাচলের রাস্তা কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামের।
ওই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে জহুরুল ইসলাম অভিযোগ করে বলেন, সাতটি পরিবারের যাতায়তের জন্য গত দুই বছর পূর্বে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে মাটির রাস্তা নির্মান করে দেওয়া হয়। রাস্তার কিছু জমি আমাদের প্রতিবেশি ইমরান সরদারের অংশে পড়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) রাতের আধাঁরে কাউকে কিছু না বলে চলাচলের রাস্তা কেটে দেয় ইমরান। খবরপেয়ে রাস্তা কাটা বন্ধ করতে গেলে সে তার জমির ওপর দিয়ে রাস্তা দিবেনা মর্মে আমাদের জানায়।
তিনি আরও বলেন, নির্মাণাধীন রাস্তা দিয়ে ইমরান নিজেও চলাচল করে। কিন্তু আমরা ছয়টি পরিবার যাতে চলাচল করতে না পারি তাই উদ্দেশ্যে প্রনোদিত ভাবে রাস্তা কেটে দিয়েছে ইমরান। আমরা এঘটনার বিচার চাই। এ বিষয়ে জানতে অভিযুক্ত ইমরানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।