সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৯
প্রেমানন্দ ঘরামী,গৌরনদী (বরিশাল)
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদীতে বাস-ট্রাক সংঘর্ষে নয়জন আহত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে গৌরনদী-পয়সারহাট আঞ্চলিক সড়কের বড়বাড়ি বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা হাওলাদার পরিবহণের একটি বাসের সাথে আগৈলঝাড়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের মোট নয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া জানান, আহতদের মধ্যে তিনজনকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি রাস্তার ওপর থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।