গৌরনদীতে বাস চাপায় দুই বাইক আরোহী নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়াগতির বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসষ্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে লাভলু মাঝি (৩৫) ও উপজেলার রাজাপুর নন্দনপট্টি গ্রামের সফি মৃধার ছেলে সেন্টু মৃধা (৪০)।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়া গতির বাসের সাথে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী বাসের নিচে চাপা পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মুনিম জানান, গুরুত্বর দুইজনকে হাসপাতালে নিয়ে আসার পর লাভলু মাঝিকে মৃত ঘোষনা করা হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, মোটরসাইকেল চালক লাভলু উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরোহী সেন্টু মৃধা মারা গেছেন।