গোলাম আরিফ টিপুর মরদেহে রাসিক মেয়রের শ্রদ্ধা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
বিশিষ্ট ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু এর মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী কলেজ শহিদ মিনারে শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপিসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়।
মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে দেশের প্রথম শহীদ মিনার নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন গোলাম আরিফ টিপু । তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।