গোবিন্দগঞ্জ বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোচাশহর বন্ধু মহল ক্রিকেট ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা নভেম্বর) বিকেলে উপজেলার কোচাশহর ইউনিয়নের কোচাশহর শিল্পনগরী কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সহ-সভাপতি ফারুক কবির আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার, শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সুফিয়ান সুজা, কামারদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সহ-সভাপতি ফয়জুল সরকার, সাবেক সভাপতি সাজু আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম, শাহ আলম আকন্দ, কোচাশহর শিল্পনগরী কলেজে অধ্যক্ষ তারাজুল ইসলাম, কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিফুল ইসলাম, প্রভাষক আব্দুস সবুর রাজা, সহ-শিক্ষক আব্দুক ওয়াহাব সরকার, ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি ফরমাল আলী, ইউপি যুবদল নেতা মজনু সরকার, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মাহমুদ পাঠান বিপুল, ইউপি যুবদলের আহবায়ক ফিরোজ কবির পারভেজ, যুগ্ন আহবায়ক মোত্তালেব মন্ডল, রাশেদ খান মিলন, ব্যবসায়ী সোহাগ আকন্দ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক কোচাশহর ইউনিয়ন যুবদলের আহবায়ক তত্ত্বাবধানে মনোয়ার হোসেন বাপ্পি।
ফাইনাল খেলায় গাছবাড়ী খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২২ অংশ গ্রহণ করে। খেলায় ১-০ গোলে কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২২ কে পরাজিত করে গাছবাড়ী খেলোয়াড় কল্যাণ সমিতি বিজয়ী হয়।