গোবিন্দগঞ্জে নিউ পপুলার জেনারেল হাসপাতাল’র উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
বে-সরকারী ব্যবস্থানায় আধুনিক মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সড়কে নিউ পপুলার জেনারেল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহেদ জাফরিন জিতি।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্লিনিক ওনার্স এ্যাসোসিয়েশন সভাপতি ডাঃ শহিদুজ্জামান,সাধারণ সম্পাদক বিপ্লব হাসান। নিউ পপুলার জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মীর্জা খালিদ হোসেনের সভাপতিত্বে এজিএম এস,এ ফারুক হাসান,সাবেক কাউন্সিলর শাহীন আকন্দসহ সন্মানিত অনারগন, ও উপজেলার বিভিন্ন ক্লিনিক মালিকগন,জহুরা মাতৃসদের পরিচালক রাসেল কবিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।