গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারুই গ্রাম থেকে জামায়াত ইসলামী ও শিবিরের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৩১ মে) বেলা ১১টায় তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : জরিমানা গুনলেন ছাত্রলীগ নেতা রাজবী
গ্রেপ্তাররা হলো- আব্দুর রশিদ (৬৫), বাদল মিয়া(৪৮), শাহিন ইসলাম (২৪), ডা. আবু হানিফ (৬৫), সাহেদ আলম(২১), আলম (৫৩) ও মো. মামুন মিয়া(৩৭)।
নবীনগর থানার ওসি মাহবুব আলমের আনোয়ার বলেন, নাশকতা সৃষ্টি ও আসন্ন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন বানচাল করার জন্য উপজেলার নারুই গ্রামের রশিদ মিয়ার বাড়িতে জামায়াত-শিবিরের নেতারা একত্রিত হয়ে গোপন বৈঠক করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত ইসলামী ও শিবিরের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
এ সময় বৈঠকের ব্যানার, নির্বাচন বিরোধী লিফলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার শনিবার (১ জুন) আদালতে সোপর্দ করা হবে।