সংবাদ শিরোনাম ::
গৃহবধূর আত্মহত্যা, স্বামী ও দেবর আটক
উত্তম কুমার হাওলাদার, পটুয়াখালী
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃতের নাম-সুমী আক্তার (১৯)। বৃহস্পতিবার (১ অগস্ট) রাত সাড়ে ১১দিকে উপজেলার হাসনাপাড়া গ্রামে তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার স্বামী ইব্রাহিম (২৫) ও দেবর সাইদুল (২০) প্যাদাকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে ওই গৃহবধূর বড় ভাই পলাশ হাওলাদার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে তিনজনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।