গণ আন্দোলনে নিহত রানার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতী বালুয়া গ্রামের নিহত যুবদল নেতা জুয়েল রানার পরিবারকে এক লাখ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত হয় জুয়েল।
বুধবার (৪ আগস্ট) জুয়েল রানার কবর জিয়ারত করে শাখাহাতি বালুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় পরে অর্থ সহায়তা প্রদান করে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি।
জেলার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ৩২-গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব ডঃ মুহাম্মদ শামীম কায়সার লিংকন। গাইবান্ধা জেলা বিএনপি উপদেষ্টা,বিশিষ্ট কর আইনজীবী অ্যাড. ওবায়দুল হক সরকার বাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক,পৌর বিএনপি আহ্বাযক রবিউল কবির মনু সদস্য সচিব আবু জাফর লেলিন,উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন পাতা,পৌর ১নং সদস্য মনোয়ার হোসেন রাজু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি হাসানুর রহমান চৌধুরীর ডিউক,যুগ্ম আহবায়ক অধ্যাপক জোবায়রুল হক, চলতি দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু,সহ উপজেলা পৌর ও শালমারা ইউনিয়ন, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।