সংবাদ শিরোনাম ::
গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ: একমাস ২০ দিন স্কুলছাত্র রাতুলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে আহত স্কুলছাত্র জুনায়েদ ইসলাম রাতুল না ফেরার দেশে চলে গেছে। চিকিৎসাধীন থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়। সে বগুড়ার পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
রাতুলের বাবা জিয়াউর রহমান জানান, ৫ আগস্ট সকাল থেকেই বগুড়া শহরের বড়গোলা এলাকায় ছাত্রজনতার বিক্ষোভে ছিলো রাতুল। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রজনতার মিছিলটি যখন বগুড়া সদর থানার দিকে এগোচ্ছিল, সে সময় পুলিশের এলোপাথাড়ি গুলিতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয় রাতুল। রাতুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় ।
প্রায় একমাস ২০ দিন চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালে মারা যায় রাতুল।