খারাপের দিকেই যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
রাজধানীসহ সারাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সেপ্টেম্বর মাস থেকেই খারাপের দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে আরও ৫৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ নিয়ে চলতি বছর ৪০ হাজার ৪০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ১৯৯ জন মারা গেছে। মারা যাওয়াদের মধ্যে গত সেপ্টেম্বর মাসেই মারা গেছে ৮০ জন। এদিকে, চলতি মাসের প্রথম দশদিনেই ৩৬ জন মারা গেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৪৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছে। এর বাইরে ঢাকা বিভাগে ১৬৩ জন, বরিশাল বিভাগে ৬২ জন, খুলনা বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৯, রাজশাহী বিভাগে ২৭ জন,চট্টগ্রাম বিভাগে ২২ জন ও রংপুর বিভাগে ৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৪৯৫ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ঢাকা দক্ষিণ সিটিতে। ডেঙ্গুতে এই সিটি করপোরেশনে ৮৭৭৩ জন আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ১০৬ জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মারা গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।