সংবাদ শিরোনাম ::
কোরবানির গরু আনতে গিয়ে পদ্মায় ডুবে কৃষকের মৃত্যু
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে কোরবানির গরু আনতে গিয়ে এক কৃষকের নদীতে ডুবে মৃত্যু হয়েছে। মৃত কৃষেকের নাম-আবু হোসেন সরদার কালু (৫৫)। রোববার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার বলেন, পদ্মা নদীর আরামবাড়িয়া চরে রোববার (১৬ জুন) সকালে কোরবানির গরু আনতে যান আবু হোসেন কালু চাচা। গরু নিয়ে আসার সময় গরু দৌড়ে নদীতে ঝাঁপ দেয়। এ সময় কালু সরদার চাচা গরু ধরতে নদীতে নামলে তিনি হঠাৎ ডুবে যান। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব বলেন, হাসপাতালে আনার আগেই আবু হোসেন সরদার কালু মারা যান।