সংবাদ শিরোনাম ::
কেজরিওয়ালের পাশে মমতা
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে
গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার (২২ মার্চ) নির্বাচন কমিশনের কাছে যায় ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর পরদিনই এক্স হ্যান্ডেলে দীর্ঘ টুইট করে গ্রেপ্তারের বিরোধিতা করেন তৃণমূল সুপ্রিমো।
মমতা জানান, কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সাথে তার কথা হয়েছে। আপ সুপ্রিমোর পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জানিয়েছেন, কেজরির গ্রেপ্তারির বিরোধিতা করে একজোট হয়ে প্রতিবাদ করবে ইন্ডিয়া জোট।