কেএনএফের প্রধান সমন্বয়ক গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
কেএনএফ’র প্রধান সমন্বয়ক চেওশিম বমকে গ্রেপ্তার করেছে র্যাব–১৫। রোববার (৭ এপ্রিল) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার সকালে বান্দরবানে সাংবাদিকদের ব্রিফিংয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিলেন। সেনাপ্রধানের বক্তব্যের পর চেওশিম বমকে গ্রেপ্তারের তথ্য জানায় র্যাব।
র্যাবের তথ্যমতে, রোয়াল লিন বম (৫৫) এবং চেওসিম বম (৫৫) বান্দরবানে প্রথম কেএনএফ গঠন করে। তাদের সাথে কেএনএফ প্রধান নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ দিতে জঙ্গি নেতা শামীম মাহফুজের সঙ্গে কেএনএফের যে চুক্তি হয়েছিল সেটি হয়েছিল চেওসিম বমের বাসায়।
এর আগে মঙ্গলবার রাতে বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংকে লুটপাট চালায় সন্ত্রাসীরা। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে তারা।
এর পরদিন বুধবার থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতি হয়।