কীর্তনখোলায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
বরিশালে পন্টুনে থামানো লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে নিখোঁজ হন জেলে আবেদ আলী। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নৌ-বন্দরের পন্টুন সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় । এ তথ্য জানিয়েছেন সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।
মৃত জেলে আবেদ আলীর (৩০) তিন মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। তিনি বরিশাল নগরীর রসুলপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহরাব সর্দারের ছেলে।
এর আগে গত সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নৌ-বন্দরের পন্টুনে থামানো লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে কাটা পড়ে নিখোঁজ হন জেলে আবেদ আলী। ঘটনার পর নিখোঁজ জেলের একটি কাটা পা উদ্ধার করা হয়। আর শরীরের অন্যান্য অংশ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরীরা তল্লাশী করে। তবে তারা সেদিন কিছুই উদ্ধার করতে পারেনি। আর ঘটনার দুদিন পর আজ ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
জেলে আবেদের স্ত্রী রুমা জানান, এমভি পারাবাত-১১ লঞ্চের ইঞ্জিনের পাখায় জাল আটকে যায়। পাখা থেকে জাল ছাড়াতে যায় স্বামী আবেদ। জাল ছাড়ানোর সময় হঠাৎ লঞ্চের ইঞ্জিন চালু দেয়।