কিডনি প্রতিস্থাপন চক্র: দিল্লি পুলিশের চার্জশিটে ৩ বাংলাদেশি
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
সম্প্রতি কিডনি প্রতিস্থাপন চক্রের বিরুদ্ধে দিল্লি পুলিশের চার্জশিটে ৩ বাংলাদেশির নাম উল্লেখ রয়েছে। তারা হলো- রাসেল, মুহাম্মদ সুমন মিয়া ও মোহাম্মদ রোকন ওরফে রাহুল সরকার ওরফে বিজয় মণ্ডল।
চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের জুলাইয়ে ৫০ বছর বয়সী দিল্লি-ভিত্তিক এক নারী চিকিৎসক ও ৩ বাংলাদেশিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
প্রসিকিউশন কর্মকর্তারা জানান, গত সপ্তাহে সিটি কোর্টে দাখিল করা ৭ হাজার ১১২ পৃষ্ঠার চার্জশিটে ১০ জনকে আসামি করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জয়া রাজাকুমারী নামের ওই চিকিৎসক দক্ষিণ-পূর্ব দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে কিডনি প্রতিস্থাপন সার্জন হিসেবে কর্মরত ছিলেন। ২০২১-২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া প্রায় ১৫ জনের কিডনি প্রতিস্থাপনের ঘটনায় তিনি জড়িত ছিলেন।
অভিযোগপত্রে বলা হয়, রাজাকুমারী নয়ডার ইয়াথার্থ হাসপাতালে অস্ত্রোপচারগুলো পরিচালনা করেন, যেখানে তিনি ভিজিটিং কনসালটেন্ট ছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে তার সহকারী বিক্রম সিংও আছে।
তদন্তকালীন অভিযুক্তদের কাছ থেকে ২৩টি স্ট্যাম্প, রোগী এবং কিডনি দাতাদের জাল ফাইল ও জাল আধার কার্ড উদ্ধার করে দেশটির পুলিশ।
একজন পুলিশ কর্মকর্তা রাসেলকে শনাক্ত করেন। যিনি ২০১৯ সালে ভারতে গিয়েছিলেন। এই চক্রের সহায়তায় বাংলাদেশি এক রোগীকে নিজের কিডনি দান করেন।
প্রসিকিউশন কর্মকর্তারা জানান, নিজের অস্ত্রোপচার সম্পন্নের পর রাসেল এ চক্র তৈরির কাজ শুরু করেন। তিনি বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় এবং বাংলাদেশের সম্ভাব্য কিডনি দাতা ও এখানকার রোগীদের সাথে যোগাযোগ করতেন।
প্রসিকিউশন কর্মকর্তারা আরও জানিয়েছেন, বাংলাদেশে অবস্থানরত ইফতি নামের একজন তাকে এ কাজে সহযোগিতা করে আসছিলো।