ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কাস্টমস কমিশনার এনামুলের বহুতল বাড়ি ও ফ্ল্যাট জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার মোহাম্মদ এনামুল হক। এই কর্মকর্তার ৯তলা ভবন, ছয়টি ফ্ল্যাট ও ৭১ শতাংশ স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ প্রদান করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। ২০২৩ সালে দু’দকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম মামলাটি করেন।

জানা গেছে, ২০২৩ সালের ৩১ জুলাই কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে নয় কোটি ৭৬ লাখ টাকার অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলার শুনানিতে বৃহস্পতিবার (৪ জুলাই) মোহাম্মদ এনামুল হকের ঢাকার বসুন্ধরার জি-ব্লকে ৯ তলা বাড়ি, বনানী ও কাকরাইলে ২টি ফ্ল্যাট, মোহাম্মদপুরসহ ঢাকায় ৩টি বাণিজ্যিক স্পেস ও গুলশানে কার পার্কিংয়ের জায়গা জব্দের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। এছাড়া এনামুল হকের গাজীপুর ও বাড্ডার জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এর আগে এনবিআরের আরেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা একাধিক জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া সম্প্রতি এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাস্টমস কমিশনার এনামুলের বহুতল বাড়ি ও ফ্ল্যাট জব্দের আদেশ

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার মোহাম্মদ এনামুল হক। এই কর্মকর্তার ৯তলা ভবন, ছয়টি ফ্ল্যাট ও ৭১ শতাংশ স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ প্রদান করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। ২০২৩ সালে দু’দকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম মামলাটি করেন।

জানা গেছে, ২০২৩ সালের ৩১ জুলাই কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে নয় কোটি ৭৬ লাখ টাকার অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলার শুনানিতে বৃহস্পতিবার (৪ জুলাই) মোহাম্মদ এনামুল হকের ঢাকার বসুন্ধরার জি-ব্লকে ৯ তলা বাড়ি, বনানী ও কাকরাইলে ২টি ফ্ল্যাট, মোহাম্মদপুরসহ ঢাকায় ৩টি বাণিজ্যিক স্পেস ও গুলশানে কার পার্কিংয়ের জায়গা জব্দের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। এছাড়া এনামুল হকের গাজীপুর ও বাড্ডার জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এর আগে এনবিআরের আরেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা একাধিক জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া সম্প্রতি এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।