কারিতাস’র শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
রাজশাহীতে কারিতাস’র আলোকিত শিশু প্রকল্পের শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কারিতাস রাজশাহী অঞ্চল এর আওতাধীন আলোকিত শিশু প্রকল্প ফাদার এফ. চেস্কাতো হল রুমে এলাকার পথশিশু লিডারদের নিয়ে দিনব্যাপী কর্মশালা হয়।
কর্মশালায় ৪০ জন পথশিশু অংশগ্রহণ করে। কর্মশালায় জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন এবং শিশু সনদ সর্ম্পর্কে সহভাগিতা করেন কারিতাস রাজশাহী অঞ্চল আলোকিত শিশু প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা র্যান্সি রুথ হাঁসদা। আইন,শিশু আইন ও শিশুদের অধিকার রক্ষায় আইন দায়িত্ব ও কর্তব্য সর্ম্পকে আলোচনা করেন রাজশাহী জেলার প্রশাসনিক কর্মকর্তা মো: মনিরুজ্জামান।
শিশু সুরক্ষা,শিশু নির্যাতনের ধরণ, শিশু শ্রম, ঝুঁকিপূর্ণ কাজের ধরণ সম্পর্কে সহভাগিতা করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম। বিভিন্ন ধরণের সরকারি হেল্পলাইনের ধরণ ও সেবা সমূহ সর্ম্পকে সহভাগিতা করেন রাজশাহী জেলা সমাজ কর্মী মো: সামিম রেজা।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন-আলোকিত শিশু প্রকল্পের সকল মাঠ কর্মকর্তাগণ ও প্যারামেডিক।