কারাগার থেকে পালানো জঙ্গি সোনারগাঁয়ে গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
নরসিংদীতে কারাগার থেকে পলাতক এক জঙ্গিকে সোনারগাঁ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জে কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
গ্রেপ্তার মো. ফারুক আহমেদ (৪৩) নামে আনসার আল ইসলামের সদস্য। তাকে বুধবার (২৪ জুলাই) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রেমের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ফারুক ২০২২ সালে গ্রেপ্তার হওয়ার পর ২৮ মাস নরসিংদী জেলা কারাগারে বন্দি ছিলেন।
তানভীর মাহমুদ আরও জানান, গত ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলন চলাকালীন কারাগারে হামলার ঘটনায় ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যায়। কারাগারে থাকা অস্ত্র, গোলাবারুদ ও খাদ্যপণ্য লুট এবং ব্যাপক ভাঙচুর চালানো হয়। পলাতক আসামিদের মধ্যে ফারুক আহমেদও ছিলো। তিন জঙ্গি সদস্যের সাথে কারাগারের ৪ নম্বর সেলে থাকতো সে।
ফারুক ২০১৩ সালে নরসিংদীর নুরালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে চাকরি শুরু করে। চাকরিরত অবস্থায় জঙ্গি কর্মকান্ডে জড়িয়ে পড়ে তিনি। ২০২২ সালের ২৪ মার্চ একটি মামলায় সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়।
গত ২০ জুলাই কারাগার থেকে পালানোর পর ঢাকায় তার বোনের বাসায় আশ্রয় নেয় ফারুক। পরে সোনারগাঁয়ে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।