কারাগারে সাবেক মেয়র আতিক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আদালত এই আদেশ দিয়েছেন। রাজধানীর মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে নেয়া হয়।
এর আগে বুধবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, ধরা পড়ার সময় সাবেক মেয়র আতিকুল ইসলামকে এক ভিন্নরূপে দেখা যায়। তার সাধারণ চেহারার সাথে মিলছিল না বর্তমান রূপটি-কালো গোঁফ সাদা হয়ে গেছে। মুখভর্তি ছিল কাচাপাকা দাড়ি। তার এই চেহারা চিরাচরিত পরিচিত রূপ থেকে একেবারেই ভিন্ন। তবে তার পোশাকে ছিল বিলাসিতার ছাপ-পরনে ছিল পাশ্চাত্যের দামি ব্র্যান্ড ভলকমের একটি টি-শার্ট। তবে তাকে উদভ্রান্ত, উসকুখুসকো দেখা যায় ছবিতে।
৫ আগস্ট আওয়ামী লীগ সকরার পতনের পরও অফিস করেন সাবেক মেয়র আতিকুর ইসালাম। তবে ১৮ আগস্ট রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যালয় থেকে সাবেক মেয়র আতিকুল ইসালামের পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের দুটি সিসি ক্যামেরার ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, ১৮ আগস্ট রাত ৮টা ২০ মিনিটে মেয়র আতিকুল ইসলাম ১০ থেকে ১৫ জন নিয়ে তার দপ্তরে প্রবেশ করেন। পরে রাত ৮টা ৫৪ মিনিটে সাবেক মেয়র তার দপ্তর থেকে বের হয়ে ভবনের ফায়ার এক্সিট গেট দিয়ে পালিয়ে যান। এ সময় তার দলবলের সাথে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বিকাশ বিশ্বাসের হাতে একটি কালো ব্যাগ দেখা যায়।
২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন আতিকুল ইসলাম। ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।