সংবাদ শিরোনাম ::
‘কমপ্লিট শাটডাউন’ তুলে নিলেন ঢামেকের চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচী প্রত্যাহার করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আন্দোলনকারী চিকিৎসকরা।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঢামেকে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী চিকিৎসকরা এ কথা জানিয়েছেন।
এ সময় চিকিৎসকরা বলেন, স্বাভাবিক নিয়মে চলবে জরুরি সেবা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আউটডোরে রোগী দেখা চালু থাকবে।
চিকিৎসকরা জানান, এর পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইনের খসড়া প্রনয়ণ ও হাসপাতালগুলোয় স্বাস্থ্য পুলিশ নিয়োগ, এই দুই দফা দাবিতে সকাল ৮টা থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন চিকিৎসকরা।