কক্সবাজারে পৃথক ঘটনায় নারীসহ ৩ মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
কক্সবাজারের ঈদগাঁও ও টেকনাফে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্নহত্যা, ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে যুবকের মৃত্যু এবং বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবক মারা গেছে।
জানা গেছে, ঈদগাঁও উপজেলায় কামরুন নাহার নামের এক নারীগলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রবাসী স্বামীর সাথে লোনের টাকা নিয়ে কথা কাটাকাটির পর বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে তিনি আত্মহত্যা করেন।
অন্যদিকে, টেকনাফে দোলনধর(২৮) নামে এক স্বর্ণ চোরাই কারবারি পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে লাফ দিয়ে ঘটনাস্থলে মারা গেছে। দোলন ধর চোরাই-স্বর্ণ কিনে অন্যজনকে বিক্রি করেন।
এছাড়া টেকনাফের হ্নীলার আলীখালীর বাসিন্দা জাকারিয়া(২৩) বুধবার (৩ জুলাই) ভারী বৃষ্টিতে গ্যারেজে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।
নিহতের স্বজনরা জানান, কয়েকদিন আগে বাড়ি থেকে অভিমান করে জীবিকা নির্বাহ করতে কক্সবাজারে চলে আসে জাকারিয়া। এরপরই তার বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর খবর পাই।
কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, পৃথক ঘটনায় তিনজন নিহত হয়েছে। ময়নাতদন্ত শেষে সবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।