ওয়াসার নতুন এমডি এ কে এম সহিদ উদ্দিন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
ঢাকা ওয়াসার নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাকে নতুন এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়।
এর আগে বুধবার (১৪ আগস্ট) পদত্যাগ করেন আগের এমডি তাকসিম এ খান। গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি।
নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়েও প্রশ্ন ওঠে। ২০০৯ সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে ১৬ বার।