সংবাদ শিরোনাম ::
এ্যানীর সাথে নোয়াখালী বিএনপির নেতাকর্মিদের সাক্ষাত
নোয়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
বিএনপির নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সাথে নোয়াখালী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা সৌজন্য সাক্ষাত করেছেন। বুধবার (১৯ জুন) রাতে লক্ষীপুরের গোডাউন রোডের বসির ভিলায় এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এরপর নোয়াখালীর নেতাকর্মিরা বিএনপির যুগ্ম-মহাসচিব নির্বাচিত হওয়ায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় এ্যানী বলেন, বৃহত্তর নোয়াখালীর মানুষ আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বোচ্চ ভূমিকা রাখবে। তাই সবাইকে কাঁধে কাঁধ রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম সফল করতে হবে।
নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন, যুবদল নেতা হাফিজ উদ্দিন, নুর হোসেন রায়হান এ সময় উপস্থিত ছিলেন।