এসএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ঈদের ছুটির পর শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুক্রবার (২৪ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ২০২৬ সালে এসএসসি পরীক্ষা এখনকার নিয়মে আর হবে না। নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ কমিটির চূড়ান্ত মতামত আসেনি। মতামত এলেই নতুন মূল্যায়ন নিয়ে কারিকুলাম চূড়ান্ত করা হবে।
তিনি আরও বলেন, শিখনফল অর্জনের জন্য কিছু শিক্ষা কর্মদিবস সেটি নির্দিষ্ট করতে হয় বছরব্যাপী। যেহেতু আমাদের অনেকগুলো পড়াতে পারেনি সেজন্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত শনিবার খোলা রয়েছে। তবে এটা সাময়িক একটি প্রক্রিয়া। সেই দিবসের বিষয়ে আমাদের যদি পরিপূর্ণ একটি চিত্র পাওয়া যায় তাহলে ঈদুল আজহা পরবর্তী সময়ে তখন হয়ত সেটা থাকবে না।
শিক্ষামন্ত্রী বলেন, দেখা যাচ্ছে যে এখন ঘূর্ণিঝড়ের একটা প্রকোপ আছে এবং বন্যা এবং অন্যান্য অনেকগুলো চ্যালেঞ্জ যদি হয় তখন স্কুল বন্ধ থাকবে। বন্ধ থাকলে শিখনফল অর্জনটা অনেক বেশি কঠিন হয়ে যায়।