এসএসসির ফল প্রকাশ, জরুরি বিজ্ঞপ্তি দিলো শিক্ষা বোর্ড
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে জরুরী বিঞ্জপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার। রোববার (২৮ এপ্রিল) এই জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ১১ মে এসএসসি ফলাফল প্রকাশ করা হবে বলে এমন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে শিক্ষাবোর্ড এখনো ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেনি। এসব ভুয়া তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে শিক্ষাবোর্ডের তরফ থেকে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসির ফল প্রকাশের তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। যা ঢাকা শিক্ষা বোর্ডের নয়। পরীক্ষার ফলাফলের কাজ প্রক্রিয়াধীন। কাজ সম্পন্ন হলে ফল প্রকাশের তারিখ জানিয়ে দেওয়া হবে।
এদিকে, এসএসসি পরীক্ষার ফল আগামী ৯-১১ মের মধ্যে প্রকাশ করার সব প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।