সংবাদ শিরোনাম ::
এমপি আনার হত্যা: মামলার তদন্ত প্রতিবেদন ৮ আগস্ট
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীমকে হত্যার উদ্দেশ্য অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ৮ আগস্ট ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিলো। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার প্রতিবেদন দাখিল করতে পারেননি।
ফলে, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহবুবুল হকের আদালত পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেন।
এর আগে, চলতি বছরের ১২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।